এস এম রুহেল জৈন্তাপুর সিলেটঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউ/পি তে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।উক্ত সভায় উপস্হিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ আরো উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলান বাহার ও সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃমাসুদ পারভেজ পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, স্বাস্থ্য সহকারী , ইউপি স্থায়ী কমিটির সদস্য ও সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর । প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশ ও সিলেটে অপুষ্টির বর্তমান অবস্থা, বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ, অপুষ্টির প্রধান কারণসমূহ ও প্রকারভেদ, অপুষ্টির দুষ্টচক্র, সূচনা কি এবং সূচনার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ, খাদ্য ও পুষ্টি, গর্ভকালীন ও প্রসূতি মায়ের যত্ন, শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো, সূচনায় জেন্ডার সমন্বয় সম্পর্কীত ধারণা, সূচনার প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় এবং পুষ্টির অবস্থা উন্নয়নে ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির সদস্যদের ভূমিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উল্লেখ্য যে, জৈন্তাপুর উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মা ও শিশু পুষ্টি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরে অতিরিক্ত ৬% কমিয়ে আনার জন্য সূচনা কর্মসূচি পরিচালিত হচ্ছে ।