জাবেদ ভূঁইয়া, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ের সামাজিক সংগঠন রক্তের বন্ধনে মিরসরাই এর উদ্যোগে শীতকালীন কর্মসূচি কম্বল বিতরণ এর দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার গোবিন্দপর, আজমপুর ও সোনাপাহাড় এই তিনটি স্থানে ৮০টি কম্বল গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অনলাইন দূর্বার পত্রিকার সম্পাদক রাজিব মজুমদার, রক্তের বন্ধন সংগঠনের অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সংগঠনের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সংগঠনটি উপজেলার অন্য তিনটি স্থানে ১৫০টি কম্বল বিতরণ করে।
সংগঠনের অর্থ সম্পাদক ইকবাল হোসেন বলেন, কর্মসূচীতে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।