সংবাদ বিজ্ঞপ্তি : বিনামূল্যে রক্তদানের মত একটি মহৎ মানবিক কাজে প্রাইভেট হাসপাতালের গলাকাটা পরীক্ষা বানিজ্যের অভিযোগ তুলে তাহা বন্ধ করা। রক্ত পরিসঞ্চালনে সকল পরীক্ষা-নিরিক্ষা ও বেড ভাড়াসহ যাবতীয় খরচ সব হাসপাতালে অভিন্ন মূল্য ১ হাজার টাকা নির্ধারণ । রক্তদাতাদের হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন চকরিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশন ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদীনের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ ।
এতে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাংবাদিক এইচ এম রুহুল কাদের , সভাপতি সায়েদ হাসান, সাধারণ সম্পাদক ইসফাতুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, অর্থসম্পাদক জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সিনিয়র সদস্য সাংবাদিক আরফাত হোছাইন সানিসহ ৭ সদস্যের প্রতিনিধি দল।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জয়নুল আবেদীন বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের দাবিগুলো যৌক্তিক।
এ ব্যাপারে দ্রুত সকল হাসপাতাল কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা সিভিল সার্জনের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ।