ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

বোয়ালখালীতে বর্ষাবাস-প্রবারণা ও ফানুস উৎসব উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ

Link Copied!

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বোয়ালখালীতে প্রথমবারের মত উৎসব মুখর পরিবেশে ও অসাম্প্রদায়িক চেতনায় বর্ষাবাস-প্রবারণা ও ফানুস উৎসব উদ্বোধন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা উপলক্ষে বোয়ালখালী সম্মিলিত বর্ষাবাস-প্রবারণা ও ফানুস উৎসব উদযাপন পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান গত ৩ অক্টোবর (শুক্রবার) উদযাপন পরিবারের আহবায়ক ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা। উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা ও সম্মিলিত বর্ষাবাস-প্রবারণা ফানুস উৎসব উদযাপন পরিবারের প্রধান সমন্বয়কারী সাংবাদিক অধীর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান অতিথি ছিলেন গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ মুদিতানন্দ থেরো, বৌদ্ধ জ্যোতি আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ চাপ্টারের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, দানশীল ব্যক্তি সাধক ডালিম বড়ুয়া, বোয়ালখালী উপজেলা দমকল বাহিনীর স্টেশন অফিসার অলক চাকমা, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সিনিয়র সহ সভাপতি সমীরন বড়ুয়া টিটু, সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালীর সভাপতি সুমন বড়ুয়া ভুপেল, বিশিষ্ট সংগঠক ব্যাংকার লিটন কুমার বড়ুয়া।

সভায় সংবর্ধিত অতিথি ছিলেন কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথের( পিএইচডি ডিগ্রি লাভে), শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাস্থবির (স্বধর্ম প্রচার ও প্রসারে), কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ দীপানন্দ থেরো ( মানবিক বৌদ্ধ ভিক্ষু), শাকপুরা সার্বজনীন তপোধন বিহারের অধ্যক্ষ এম প্রজ্ঞামিত্র থেরো( মাস্টার্সে কৃতিত্ব), মো. ইসমাইল (নবনির্বাচিত সাধারণ সম্পাদক-চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি), শিক্ষক মো. ফারুক ইসলাম (গুণী শিক্ষক-বিশ্ব শিক্ষক দিবস’২৫), ডা. ঝুন্টু বড়ুয়া (মানবিক মানুষ- জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান), অসীম কুমার বড়ুয়া (স্বধর্ম ও সমাজ-সংগঠক, আনোয়ারা), অদীপ বড়ুয়া (সমাজ ও স্বধর্ম সেবক, চন্দনাইশ), শ্যামল বিশ্বাস (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, বোয়ালখালী), মো. হাসান চৌধুরী (সফল জনপ্রতিনিধি), বাবুল জলদাস (জাতীয় ও আন্তর্জাতিক ঢোল বাদক), চানক্য বড়ুয়া( বুদ্ধ কীর্তন শিল্পী), শিক্ষক বিধূভূষণ বড়ুয়া (শিক্ষায়), দুলাল বড়ুয়া (প্রতিষ্ঠাতা, গোমদন্ডী বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), নীতিপূর্ণ বড়ুয়া (সমাজ-স্বধর্ম), বোধিসত্ব বড়ুয়া (সমাজ-স্বধর্ম),
দিপংকর বড়ুয়া( সমাজ-স্বধর্ম), শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া (সমাজ-সংগঠন), শিক্ষক পিযুষ কান্তি বড়ুয়া (শিক্ষায়), সুভাস চন্দ্র বড়ুয়া (সমাজ-স্বধর্ম), রাস বিহারী বড়ুয়া (সমাজ-স্বধর্মে), মৃদুল বড়ুয়া (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক-বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ), প্রাণতোষ বড়ুয়া (সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বোয়ালখালী শাখা), প্রণব বড়ুয়া পারিজাত (সমাজ-স্বধর্ম), ঝুন্টু বড়ুয়া (সমাজ-স্বধর্ম), স্বদেশ বড়ুয়া (সমাজ ও সংগঠন), জেষু বড়ুয়া চৌধুরী( অর্থ সম্পাদক,বোয়ালখালী সন্মিলিত বৌদ্ধ পরিষদ), বিকাশ বড়ুয়া (নবনির্বাচিত সভাপতি- বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী), রূপাল বড়ুয়া(নবনির্বাচিত সভাপতি- বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী), প্রধান শিক্ষক তরুন বড়ুয়া (শিক্ষায়), বিপ্লব বড়ুয়া বিভু (নবনির্বাচিত সাধারণ সম্পাদক-বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী শাখা), শিক্ষক উজ্বল মুৎসুদ্দি (শিক্ষায়), ছোটন বড়ুয়া (সমাজ ও সংগঠনে), দেবপ্রিয় বড়ুয়া (সমাজ ও সংগঠক), কাজল বড়ুয়া ( নবনির্বাচিত সাধারণ সম্পাদক- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ,বোয়ালখালী), রূপক বড়ুয়া (সমাজ ও সংগঠন)।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল ফজল বাবুল, কীর্তনশিল্পী তাপস বড়ুয়া, কমরেড কাজল বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোক্তা অনুপম বড়ুয়া, এডভোকেট আঁখি বড়ুয়া, শিপিং কর্মকর্তা অমর বড়ুয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিতম বড়ুয়া, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রনি চৌধুরী, সমাজরানী কুমারীকা বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজু আচার্য, ডা. প্রভাস চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক অধীর দে, কণ্ঠশিল্পী ও প্রকৌশলী রাজীব বড়ুয়া, সমাজ সংগঠক মাইকেল বড়ুয়া, সমাজ ও সংগঠক বিশ্বদ্বীপ বড়ুয়া, সমাজকর্মী বকুল বড়ুয়া, সৌরভ বড়ুয়া, পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপ বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামা প্রসাদ দাশ, ডা. সৌরভ বড়ুয়া মামুন প্রমুখ।

সভা শেষে ফানুস উৎসব উদ্বোধন উপলক্ষে কেক কেটে উপজেলা চত্বরে কয়েকটি ফানুস উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমাসহ উপস্থিত অতিথিবৃন্দ।

90 Views

আরও পড়ুন

চকরিয়া অনুশীলন একাডেমিতে ‘সায়েন্স কোয়েস্ট’ উৎসব

সাঁওতালদের শহীদ স্মৃতি স্কুল ও খেলার মাঠ দখলমুক্তের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

প্রেসক্লাবের মানববন্ধনে সাংবাদিকদের আল্টিমেটাম
গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই কর্মকর্তাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

শিশু তাইয়েবা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাজা উপত্যকায় প্রবেশ করা একটিমাত্র জাহাজ নিয়েও এবার সংশয়, নেই খোজ

মাত্র চারটি নৌযান এখন গাজামুখী, বাকিগুলো আটক : ফ্লোটিলা ট্র্যাকার

সুমুদ ফ্লোটিলায় থেকে পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করলো ইসরায়েল

এন্টি নারকোটিকস টাস্কফোর্স তালিকাভূক্ত আসামী আবু তৈয়ব প্রকাশ বাবর গ্রেফ*তার

আ’লীগ নেতার জামিন নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পিপি আব্দুল মান্নানের সংবাদ সম্মেলন

রাজৈরে তরমুজবাহী পিকআপ ছিনতাই, ১৩ ডাকাত আটক

কালকিনি ও ডাসারে পূজামণ্ডপে জেলা প্রশাসক