বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
মহা তাঁবু জলসার মধ্য দিয়ে বোয়ালখালীতে শেষ হলো পাঁচদিন ব্যাপী ১৯৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের।
গত রবিবার (৪ মে) রাতে উপজেলার আলহাজ বদরুচ মেহের উচ্চ বিদ্যালয়ের হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাঁবু জলসার উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট বোয়ালখালী উপজেলার সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ। কোর্স লিডার মো. ইকবাল হুসাইনের সভাপতিত্বে ও স্কাউটার মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সহসভাপতি নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ শওকত হোসেন, সহকারী কমিশনার হারুন অর রশীদ, মোহাম্মদ জসীম উদ্দিন, গ্রুপ কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরুল আকতার। তাঁবু জলসা পরিচালনা করেন প্রশিক্ষক প্রবীর কান্তি মজুমদার।
প্রধান অতিথি মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শিশুদের শারীরিক, মানসিক গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বর্পূণ ভূমিকা রাখে। তাই স্কাউটিং কার্যক্রমকে সম্প্রসারণে ইউনিট লিডারসহ সকলকে একযোগে কাজ করতে হবে।