বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি বলেছেন, মৌলানা এম কে ঈছা আহমেদ ছিলেন একজন সাধক পুরুষ। যিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি ইসলামের খেদমতে কাজ করে গেছেন। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এতে করে সামাজিক অবক্ষয় লোপ পাবে।
তিনি শুক্রবার (২২ মার্চ) বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়াস্থ হযরত শাহসুফি মৌলভী এম কে ঈছা আহমেদ নকশবন্দির মাজার শরীফের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
ঈছা মনজিল দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম চৌধুরী।
দরবার পরিচালনা কমিটির সহসভাপতি শামসুল করিম লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম বাবুল, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।
এতে স্বাগত বক্তব্য রাখেন দরবার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি আফজর রহমান।
আরো বক্তব্য রাখেন দরবার পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মোজাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ডেজি বড়ুয়া, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম, সদস্য গিয়াস উদ্দিন, পারভেজ লিটন, সাফায়েত হোসেন, কাজী এয়াকুব, মহিউদ্দিন প্রমুখ।