ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ শিবপুর’এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
২৯ মার্চ ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ” পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ শিবপুর( প্রজ্বলন) “-এর ইফতার মাহফিল ও নবীন বরণ ২০২৫  সভা অনুষ্ঠিত হয়েছে।  
আজ শুক্রবার (২৯ মার্চ) শিবপুরের এফএনএফ রেস্টুরেন্টে(দশতালা) এই ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির সভাপতি জিয়াউল হক অমিত-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম আল এহসান স্পন্দন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধো,সভাপতি মাছিমপুর বিএনপি আবুল হারিস রিকাবদার, সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলান মৃধা, বিএনপি সিনিয়র সদস্য সচিব তোফাজ্জল মাস্টার, নরসিংদী বিএনপি সদস্য সচিব মনজুর এলাহি, প্রকৌশলী  বশির আহমেদ, প্রজ্বলনের প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহিন কবির, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা সংগঠনের অগ্রগতি, সংগঠনের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এই সংগঠনটির সার্বিক দিক-নির্দেশনায় শিবপুরে  আগামীতে  আরও পাবলিকিয়ানদের সংখ্যা বাড়বে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এমন একটি সুন্দর, গোছালো প্লাটফর্ম তৈরি করার জন্য সাধুবাদ জানান।

এই সময় প্রোগ্রামে উপস্থিত অতিথিদের মধ্যে বিএনপি শিবপুর উপজেলা সভাপতি আবুল হারিছ রিকাবদার বলেন,”আলোকিত শিবপুর গড়া আমাদের অগীকার।।কি কি করলে শিবপুর আলোকিত হবে সেটা ভাবতে হবে। পাশাপাশি প্রজ্বলনের শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ুক।”

 বিএনপি নরসিংদী সদস্য সচিব মনজুর এলাহি বলেন,” প্রজ্বলনের সুন্দর আয়োজনের  প্রশংসা করছি। শিবপুরে বিভিন্ন পাবলিকে পড়া  শিক্ষার্থীদের সংগঠনের যেকোন প্রয়োজনে আমি পাশে থাকবো।”

সাবেক চেয়ারম্যান  আরিফুল ইসলান মৃধা বলেন,” আলোকিত শিবপুরের নির্ভর করছে তেমাদের উওর।তোমাদের উপরই সমগ্র দেশ নির্ভর করে। প্রজ্বলন আরও প্রসারিত ইউক।

ইফতার শেষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত অর্ধ শতাধিক নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির  বর্তমান সদস্য সংখ্যা ১২০০০ এর অধিক। সংগঠনটি ইফতার মাহফিল, ঈদ পুণর্মিলনী, বিভিন্ন উন্নয়নমূলক কাজ,বৃক্ষরোপণ, বিভিন্ন সাংস্কৃতিক ও মেধা অন্বেষণ সহ শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করছেন।

180 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা