কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কেসিএসএম হাই স্কুল’ এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল শনিবার(২৫ ফেব্রুয়ারী) স্কুল প্রাঙ্গনে দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনটির ২০ বছর পূর্তি উদযাপন করা হয়।
সংগঠনের সদস্য ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাবিত ইবনে আকন্দ, সাধারণ সম্পাদক রাফসান জানি রিফাত, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক (ঝুটন), প্রধান শিক্ষক আমজাদ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ২০০৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।