এম এ মোতালিব ভুইয়া::
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। সম্পূন্ন ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ২০২১ সালের নির্বাচন সমপন্ন হল।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বোরহান উদ্দিন রাব্বানী। ৩ জানুয়ারী ২০২১ইং এর নির্বাচনে মাওলানা আবুল হোসেন সভাপতি ও মাষ্টার মোঃ জাফর আহমদ সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ।
সকল সদস্যের সার্বিক সহযোগিতায় নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। । পরে নব নির্বাচিত সভাপতি ও সেক্রেটারী সেক্রেটারীয়েট বিভাগের অনন্য পদ গুলো মনোনিত করেছেন।
হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ২০২১ইং সেশনে সেক্রেটারিয়েট বিভাগে যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষনা করা হলঃ সভাপতিঃ
মাওঃ আবুল হোসেন,সহ-সভাপতিঃআব্দুল কাইয়ুম,সেক্রেটারিঃমাষ্টার মোঃ জাফর আহমদ,সাংগঠনিক সম্পাদকঃআনফর আলী,শিক্ষা সম্পাদকঃজসিম উদ্দিন,অর্থ সম্পাদকঃ
মোঃ জামাল আহমদ,প্রবাসী কল্যাণ সম্পাদকঃআব্দুল কাদির,সহকারী-প্রবাসী কল্যাণ সম্পাদকঃ ইন্তাজ আলী,ধর্ম সম্পাদকঃ মাও: খলিলুর রহমান,পাঠাগার সম্পাদকঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদকঃরুস্তুম আলী,প্রচার সম্পাদকঃশামিম পাটুয়ারী,পরিকল্পনা সম্পাদকঃমাওঃ সাইফুল ইসলাম.সমাজকল্যাণ সম্পাদকঃআম্বর আলী,কার্যকারি পরিষদ সদস্যঃ.বিল্লাল হোসেন,ইয়াছিন আলী,জামাল উদ্দিন,জাহাঙ্গীর আলম (প্রবাসীঃ), আল আমিন,ফারুক আহমদ।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।