মো. জাহানুর ইসলাম :
বন্ধুদের মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে “ বন্ধুত্বের বন্ধন গ্রোথিত হোক শিকড় থেকে শিকড়ে” আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল “দি ইনভিন্সিবল ৯/১১” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মিলনমেলা। ঢাকার বেইলী রোডে অবস্থিত অটোগ্রাফ রেস্টুরেন্টে ১০:০০ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় প্রায় সন্ধ্যা ৬:০০ ঘটিকায়। ওমর ফারুক ও তাহা তন্নির তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়সাল, জানে আলম, ফারহানা মিলি,জাহিদুল ইসলাম, ইমরান সহ অনেকে। পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু, শেষ হয় গান,নাটক, স্মৃতিচারণ ও কেক কাটার মধ্য দিয়ে। দুপুরে ছিল গ্রান্ড লাঞ্চ। অনেক দিন পর বন্ধুরা একে অপরকে কাছে গল্পের ঝাপি খুলে বসে। ঠিক যেন ছোট গল্পের মতো, শেষ হয়েও হল না শেষ। তাদের গল্প আর শেষ হয় না কিন্তু সময় ফুরিয়ে যায়। পশ্চিম আকাশে সূর্য একটু একটু ডুবে যাচ্ছে, বাসায় ফেরার তাগাদাও বাড়ছে অনেকের। এমন সময় জাহিদ স্বতস্ফূর্তভাবে স্বরচিত কবিতা আবৃত্তি করে,
পৃথিবী হয়তো ক্ষণস্থায়ী
কিন্তু আমাদের বন্ধন হোক চিরস্থায়ী,
যতদিন থাকে দেহে প্রাণ।
হাসি খুশিতে ভরে যাক জীবন,
থাকি মোরা সাথী চিরন্তন।
ইচ্ছের ডানা মেলে উড়ে যাবো একসাথে দিগন্তের নীলের ওপার।
শেষে তন্নি ও ফারক অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০০৯ ও ২০১১ সালের এসএসসি ও এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “দি ইনভিন্সিবল ৯/১১”।