ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোশিয়েশন’র সভাপতি হারুন, সম্পাদক সাইফুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জানুয়ারি ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার,লোহাগাড়া, চট্টগ্রামঃ

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টিভি জার্নালিস্ট এসোশিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় জিটিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুন অর-রশিদকে সভাপতি নির্বাচিত করা হয়। পরে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে এশিয়ান টিভি লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য বাংলা টিভি সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, গ্লোবাল টিভির চন্দনাইশ প্রতিনিধি এম এ হামিদকে সহ-সভাপতি, এম এহতেশামুল হক রাব্বীকে যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলমকে সাংগঠনিক সম্পাদক, মোহনা টেলিভিশন সাতকানিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদকে অর্থ সম্পাদক, আনন্দ টিভির সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি আবদুল ওয়াহাবকে দপ্তর সম্পাদক, বিজয় টিভি’র লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি কামাল উদ্দিনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সাতকানিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেনকে ক্রীড়া সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়াও মাই টিভি লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ, বিজয় টিভি আনোয়ারা প্রতিনিধি মুহাম্মদ সোহেল, একুশে টিভি পটিয়া প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী,আনন্দ টিভি’র চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি সেলিম উদ্দিন ও মুহাম্মদ নাছির উদ্দীনকে কার্যনির্বাহী সদস্য করা হয়।

নির্বাচিত হয়ে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ জানান, দক্ষিণ চট্টগ্রামে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্ঠা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা

ড.মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা নিয়ে জামায়াতের বক্তব্য

অনির্দিষ্টকালের জন্য তামীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাস বন্ধ ঘোষণা

গারো পাহাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

নাটোরে এক নারীর ২৩ বছরের পরিশ্রমী লড়াই -জোগালি থেকে হেডমিস্ত্রি

টেকনাফ মাদক পাচারকারী চক্রের বাড়ির ছাদে গোপন কুঠুরিতে মিললো২০হাজার ইয়াবা,আটক-১