নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর চকবাজার ডি.সি. রোড় সমন্বয় কল্যাণ পরিষদ এর উদ্যোগে অদ্য সকাল ১০ ঘঠিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মোঃ ইদ্রিস বাবুল এর সভাপতিত্বে সিনিয়র সদস্য রাশেদ কিবরিয়ার পরিচালনায় গরীব ও দুস্থ মানুষের কল্যাণে শিশুদের জন্য ফ্রি খৎনা ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের লায়ন্স ক্লাবের গভর্ণর জনাব গাজী শহিদুল্লাহ, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ এখতেয়ার হোসেন, সংগঠনের সদস্য সচিব মোঃ আনোয়ার হাসান নান্টু, সংগঠনের সদস্য মোঃ নাজমুল হুদা লিটন, সমন্বয়ক মোঃ রায়হান পারভেজ, আলহাজ্ব মনিরুল ইসলাম, সাংবাদিক মোঃ নিজাম উদ্দীন খান, মোঃ রফিক, মোঃ জাবেদ আহমেদ, মোঃ নুরুল কবির খোকন, মোঃ এয়াকুব আলী দোভাষ, মোঃ মুনিরুল ইসলাম, মোঃ টিপু সুলতান, মোঃ আবদুল আজিজ, মোঃ সাজ্জাদুর রহমান, আব্দুল হালিম ভাষানী, এম ইচ রহমান, ছাত্র নেতা জাহাঙ্গীর সেলিম।
সংগঠনের উদ্যোগে আজ ২৮ জন শিশুকে ফ্রি খৎনা, ১৭৫ জনের ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও ২৫৫ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন–এই সংগঠনের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এই সংগঠনের মাধ্যমে গরীব ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবে ও আগামীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত শিশুদের খৎনা, ডায়াবেটিক পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আজকের এই প্রোগ্রাম সার্বিক সহযোগিতা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন, লিও ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, ফুটন্ত ফুল ক্লাবের সদস্যরা।