আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর আন্ত:ক্লাব ইনডোর গেমের সমাপনী, সংবর্ধনা স্মারক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জেলার পৌরশহরের কালিবাড়ি ক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান মলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা নুরুল হুদা সোহান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও ক্লাবের সহ-সভাপতি শরিফুল ইসলাম। এ ছাড়াও ক্লাবের সদস্য, অংশগ্রহণকারী খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
আন্ত:ক্লাব ইনডোর গেমে টেবিল টেনিস,কেরাম ও দাবা খেলায় চাম্পিয়ন ও রানার আপ বিজয়ীদের হাতে স্মারক ও প্রাইজ মানি তোলে দেওয়া হয়। এর আগে ক্লাবের প্রয়াত সদস্য, বয়োজ্যেষ্ঠ সদস্য ও অতিথিবৃন্দদের মাঝে
সম্মাননা স্মারক প্রদান করা হয়।