সাফা আক্তার নোলক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণার্থী সহযোগীদের নিয়ে ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়ার সংক্রান্ত নানারকম দিকনির্দেশনা ও দক্ষতা অর্জনের হাতেখড়ির ধারনা দেওয়া হয়।
শুক্রবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯.০০ টায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় বিকেল ৪.০০ টায়। প্রায় শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সম্পূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন।
উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জবি ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে শেখার স্পৃহা বাড়িয়ে তুলে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
জবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট তাসপিয়া ইসলাম তার বক্তব্যে জানান, নতুন সদস্যদের আগমন আমাদের জন্য সবসময় অনুপ্রেরণাদায়ক। আমি প্রত্যাশা করি, জবি ক্যারিয়ার ক্লাবের ১২ বছরের পথচলায় এলডিপি ২০২৩ ব্যাচ নতুনমাত্রা যোগ করবে।
জবি ক্যারিয়ার ক্লাবের সেক্রেটারি রানা ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে ২১ শতকের বিভিন্ন সফট স্কিল ও হার্ড স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রতিযোগিতাময় এই বিশ্বে এগিয়ে যাওয়ার জন্য এক বছরব্যাপী এই প্রোগ্রামটি সাজানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের কে চাকরির বাজারে এগিয়ে থাকার জন্য প্রফেশনাল এক্সপেরিয়েন্স প্রদান করতে বদ্ধপরিকর।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের ডিজিটাল কমিউনিকেশন টিম এর হেড গাজী আশফিক ও ব্র্যান্ডিং এন্ড মিডিয়া টিম এর কো-হেড রিফাত তাসনিয়া আনিকা।
নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণার্থী সহযোগী, প্রেসিডেন্টশিয়াল প্যানেল, গভর্নিং বডি ও এক্সিকিউটিভ প্যানেল এর স্বতস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্পূর্ণ হয়।