শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর ইউনিট অফিস উদ্বোধন করা হয়েছে।
২৩ জানুয়ারি, বৃহস্পতিবার বাদ মাগরিব জামায়াতের তারাগঞ্জ বাজার ইউনিট অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তারাগঞ্জ বাজার ইউনিটের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম মানছুরের সভাপতিত্বে এবং দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আকরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উদ্বোধক ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, কালীগঞ্জ উপজেলা জামায়াত নেতা আমিনুল ইসলাম পালোয়ান, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা ফয়জুল কবির সিদ্দিকী, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল আজিজ, বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সাকির, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হারিসুল হক প্রমূখ।