ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

কাপাসিয়া থানার ওসি’র বিচার ও অপসারণের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুরের কাপাসিয়ায় সাম্প্রতিক সময়ে জামাত বিএনপি তকমা দিয়ে ওসির গণগ্রেপ্তার এবং নির্যাতনের বিচার ও অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেছে। কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রেসক্লাব মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া থানার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে কাপাসিয়া থানার ওসির অপসারণ দাবি করে আল্টিমেটাম দেয়।

সমাবেশে বক্তারা বলেন, গত প্রায় দশ মাস আগে মোঃ আবুবকর মিয়া কাপাসিয়া থানায় যোগদান করে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কয়েকশত বিএনপি ও জামাত নেতাকমীর্কে গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে। এমনকি শত শত নিরীহ মানুষকে জামাত বিএনপির সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গণহারে গ্রেপ্তার করে জেল খাটিয়েছে।

এমনকি বেপরোয়া গ্রেপ্তার বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন। তার উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার বাণিজ্য থেকে কাপাসিয়ার সাংবাদিকরাও রেহায় পায় নি। গত নির্বাচনের আগে একটি গায়েবি মামলায় কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে প্রায় ২ মাস জেল খাটিয়েছেন। তাকে গ্রেপ্তারের পর বিনা কারণে বিভিন্ন অকথ্য গালিগালাজ করে মানসিক নির্যাতন করেছে। তাছাড়া একাধিক সিনিয়র সাংবাকিকে বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ ও ফেসবুক মন্তব্য প্রকাশের কারণে থানায় ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ করে শাসিয়েছেন।

এসব বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে তার অপসারণ দাবি করেন বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, এফএম কামাল হোসেন, অধ্যাপক সামসুল হুদা লিটন, নূরুল আমীন শিকদার, সফিকুল আলম সবুজ, জাহাঙ্গীর আলম।

161 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!