ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জোর দাবি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৪, ২:৪১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে ট্রেড ইউনিয়নে নেতৃবৃন্দদের সম্মানে শ্রমিক কল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুরের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যকরী কমিটির সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সমাজ ও রাষ্ট্র শ্রমিকদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে।
ইসলাম শ্রমিকদের সম্মান মর্যাদা নিশ্চিত করেছে।

ইসলামী সমাজে একথা বাস্তবায়ন করেছে যে, আল্লাহর বান্দা হিসেবে সবাই সমান। এতে কোন ভেদাভেদ নাই। হাদিসে শ্রমিক ও মালিক পরস্পরকে ভাই সম্বোধন করে মূলত ইসলাম শ্রেণি বৈষম্যের বিলোপ করেছে। ট্রেড ইউনিয়ন করার মাধ্যমে একজন শ্রমিক একা থাকে না। সংঘবদ্ধ বা সংগঠনের অন্তর্ভুক্ত হয়। তাই ট্রেড ইউনিয়ন শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষায় ভূমিকা পালন করে।

এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজার শহর সভাপতি সারোয়ার কামাল সিকদার, কক্সবাজার দর্জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন,ফার্নিচার শ্রমিক ইউনিয়ন সভাপতি সরওয়ারুল ইসলাম, হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি তাজুল ইসলাম রাজু, পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ নূর, ফ্লাওয়ার মিল শ্রমিক ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হক, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, কক্সবাজারের দোকান কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন,হোটেল আবাসিক কর্মচারী ইউনিয়ন হাসান তালুকদার, অর্থ সম্পাদক শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। আমরা মালিক ও সরকারের প্রতি শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধের জন্য এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দরা আরও বলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলনকে ত্বরান্বিত করছে তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা দলের সমবেত হয়।

639 Views

আরও পড়ুন

দৌড়ের উত্তাপে মৌলভীবাজার:
শুরু হচ্ছে ‘সামার ৭.৫ কি.মি রান ২০২৫’-এর রেজিস্ট্রেশন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ