বাপ্পী রাম রায়,
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত ওমর আলীর ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে দূরোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে।
তিনি জন্মগত ভাবে একজন আওয়ামীলীগ পরিবারের সন্তান।তিনি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ১৯৮৪ সাল হতে ১৯৮৯ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।গত ২০১৪ সালের ৯ মে তারিখে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন নজরুল। বর্তমান তার অবস্থা সংকটাপন্ন । তার শারীরিক ও মানসিক অবস্থা খুবই শোচনীয়। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ডাক্তারের পরামর্শ মতে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া প্রয়োজন। এমতাবস্থায় পরিবারের পক্ষে তাকে দেশের বাইরে নেয়া ও চিকিৎসাভার বহন করা সম্ভব নয়। যে মানুষটির সুবাদে সুন্দরগঞ্জ ছাত্রলীগের বীজ বপন হয়েছে। আজ সেই মানুষটির দুঃসময়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী এখন পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি।
এ ব্যাপারে আ’লীগ নেতা নজরুল ইসলামের বড় ভাই তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বলেন, পরিবারের সবাই আওয়ামীলীগ করি। ছোট ভাই নজরুলকে সাথে নিয়ে ছাত্র জীবন থেকে মিছিল-মিটিং সভা-সমাবেশসহ সকল ধরনের দলীয় কাজ করে আসছি। তাই নজরুলকে সুস্থ্য করতে মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।
নজরুলের মেয়ে শরীফা নকশি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বাবা বর্তমান উপজেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠা সভাপতি হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোন নেতা কর্মী খোঁজ-খবর নেননি।
তার ছেলে পৌর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শরিফুজ্জামান সাগর বলেন, আমার বাবা উপজেলা আওয়ামীলীগের একজন বর্ষীয়ান নেতা । দলের ক্রান্তি লগ্নে তিনি সাহসিকতার সাথে ঝাঁপিয়ে পড়েন। এ কারণে তিনি বহুবার কারাবরণ করেছেন অথচ এখন পর্যন্ত কেউ বাবার পাশে দাঁড়ায়নি
অসুস্থ নজরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায়, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আমি ক্যান্সারে লড়ছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ পর্যন্ত কোন নেতাকর্মী দেখতে আসেনি। নজরুলের পরিবারের আকুল আবেদন তাকে সরকারি ভাবে উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হোক।