———-
আজ ৫ ই অক্টোবর।বিশ্ব শিক্ষক দিবস।
প্রতিবছর ই বিশ্বের নানা প্রান্তে খুব আনন্দঘন ভাবে এই দিনটি পালন করা হয়। জানতে চাইলে নিউজ ভিশন প্রতিনিধি তানভীর আহমেদকে প্রিয় সম্পর্কে নানান স্মৃতি আবেগ ও ভালোবাসার কথা জানান বাংলাদেশ ফার্মাসিস্ট কমিউনিটির আহবায়ক, মডেল ফার্মাসিস্ট সারোয়ার হোসেন।
তিনি বলেন, আমার প্রিয় শিক্ষক ড. আবুল কালাম লুতফুর কবীর স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এবং ওষুধ প্রযুক্তি বিভাগের সম্মানিত অধ্যাপক।একাধারে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক।নারায়ণগঞ্জ এ জন্মগ্রহন করা এই শিক্ষক কে নতুন প্রজন্মের ফার্মাসিস্ট রা তাদের প্রিয় অভিভাবক মনে করে থাকেন।
নিউজ ভিশনকে ফার্মাসিস্ট সারোয়ার হোসেন বলেন, আজ এই আনন্দ মুখর শিক্ষক দিবসে পরম করুনাময় মহান আল্লাহ পাক এর কাছে আমার প্রিয় শিক্ষক ড. কবীর স্যার এর দীর্ঘায়ু কামনা করছি।
আমার এই ক্ষুদ্র শিক্ষাজীবনে বহু জ্ঞানী গুণী জনদের কাছ থেকে দীক্ষা নিয়েছি।কিন্তু সাদা মনের এই আদর্শ মানুষ গড়ার কারিগর টির সাথে কারো তুলনা হবে না।সদা মুচকি হাসি যেন সবসময় বিরাজ করে ওনার কথায় কথায়, বলায় বলায়।ছাত্রদের সাথে লেকচার এর পাশাপাশি কখনো কখনো মজাদার গল্পের থুবড়ি ফুটান। আবার কখনো জীবনের শিক্ষামূলক কিছু বিশেষ বার্তা ও দেন তিনি।এ রকম একজন শিক্ষাগুরুর ছাত্র হতে পেরে আমি নিজেকে সবসময় ই ভাগ্যবান মনে করি।
তরুণ এই মডেল ফার্মাসিস্ট আরো বলেন, আমাদের নতুন প্রজন্মের ফার্মাসিস্ট দের ফিউচার নিয়ে এই মানুষ টি ই সবচেয়ে বেশি ভাবেন।সভায় সেমিনারে টিভি তে,নিউজে আমাদের অধিকার নিয়ে কথা বলেন।তাই অনবরত ই অন্তরের অন্তস্থল থেকে এই স্যার এর প্রতি ই অফুরন্ত ভালবাসা জন্ম নেয়।আমার জীবনে প্রথম ভালবাসা দিয়েছে আমাকে আমার বাবা মা,আমার পরিবার।এরপর যার কাছে ভালবাসা পেয়েছি তিনি আমার প্রিয় শিক্ষক ড. কবীর স্যার।
আমি মনে করি,মাতা-পিতা এবং শিক্ষকরাই একেকজন ছাত্র কে আদর্শ মানুষ হবার মূল মন্ত্র বাতলে দেয়।
তাই ভালবাসা জানাই এই সকল শিক্ষকদের,আজ শিক্ষক দিবসে। যারা ছাত্রদের চলার পথে রশদ যুগিয়ে দেন।ড. কবীর স্যার রা এভাবেই জ্ঞানের আলোয় আলোকিত করুক দেশ এবং সমাজকে,দীর্ঘজীবী হোক তারা এবং যুগ যুগান্তরে শতাব্দীর পর শতাব্দীতে ফুল হয়ে ফুটে থাকুক ছাত্রদের হৃদয়ে, এই কামনাই করি।
————-
তানভীর আহমেদ রাশেল
শিক্ষার্থী, কুবি।