ডি এইচ মনসুর,আনোয়ারা :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের প্রখ্যাত আলেম ও দক্ষিন বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মৌলানা জালাল আহমেদের দ্বিতীয় পুত্র প্রখ্যাত আলেমে দ্বীন ও মোহাম্মদপুর আলেয়া বাপের বড় জামে মসজিদের মোতায়াল্লী মৌলানা নুরুল আবছার ফারুকী (রহঃ)’র ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় মোহাম্মদপুর আলিয়াবাপের গায়েবী জামে মসজিদে পবিত্র খতমে কোরআন, মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতর করা হয়।
করোনা পরিস্থিতির কারণে ছোট পরিসরে দূরত্ব বজায় রেখে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এছাড়াও রমজান উপলক্ষে গরীব ও দুস্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন মৌলানা নুরুল আবছার ফারুকীর (রহঃ)’র পরিবারের পক্ষ ভাতিজী ডাঃ রওনক জাহান রোজী।
উল্লেখ্য গত ২০০৭ সালের ৩ রমজান তিনি ইন্তেকাল করেছেন।
মরহুমের ভাতিজী ডা রওনক জাহান রোজী মরুহুমের রুহের আত্মার মাকফেরাত, শান্তি কামনায় ও তাকে যেন বেহেস্ত বাসী করেন সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন।