সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) পশ্চিম হদ্দলী পাড়ার মৃত নুর আহমদের ৪ পুত্রবধূ কহিনুর আক্তার, আয়শা খাতুন,রিনা আক্তার ও আছমা খাতুনের স্বামী সন্তান নিয়ে থাকার ঘর নেই। মাটির ঘরের চারটি দেওয়াল ভেঙ্গে পড়ায় মাথাগোঁজার ঠাঁই খুঁজছেন সংশ্লিষ্ট দপ্তরে। একটি ঘর হলেই তাদের সংসারে আর দুঃখ থাকবেনা বলে প্রতিবেদকে জানান ক্ষতিগ্রস্তরা। তাদের স্বামী প্রতিবন্ধী, মানুষের বাড়িতে কাজকরে তাদের সংসার চলে অতি কষ্টে। ২ সেপ্টেম্বর প্রচুর বৃষ্টিপাতের কারণে দুপুরে তাদের মাটির ঘরের চারটি দেওয়াল ভেঙ্গে পড়ে। ঘরটি মেরামত করার সামর্থ্য নেই তাদের। চারপাশে টিন আর বাঁশেরবেড়া দিয়ে দিন কাটে তাদের। তারা উভয়ে ঘরের জন্য আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে।
ক্ষতিগ্রস্তরা বলেন, আমাদের ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই। মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে আমাদেরকে যদি একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় আমি সারাজীবন আল্লাহর নিকট ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট চির কৃতজ্ঞ থাকব। আর কিছু হোক বা না হোক একটি ঘরে পেলে হয়ত স্বামী সন্তানদের নিয়ে থাকার মত জায়গা হতো। কথাগুলো বলে আছমা খাতুন কান্নায় ভেঙ্গে পড়েন।
লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সদস্য স্থানীয় সাব্বীর আহমদ জানান, নুর আহমদের ৪ সান্তানই
অতি দরিদ্র ও মানসিক ভারসাম্যহীন। তারা স্বামী-স্ত্রী মানুষ বাড়িতে কাজ করে কোন রকম ছেলে মেয়ে নিয়ে সংসারের ঘানি টানছে। কিছু দিন আগে মাটির ঘরের চারটি দেওয়াল ভেঙ্গে ঘরটি পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তৎখানীক তাদের খাবারের ব্যবস্থা করি। সরকারের পক্ষ থেকে একটি বাড়ি হলেই মাতা গোঁজার ঠাঁই হবে বলে মনে করেন তিনি।
পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন জানান, ক্ষতিগ্রস্তরা আসলেই অসহায় জীবন যাপন করছে। তাদের জায়গা জমি, ঘর বাড়ি কিছুই নাই। তারা যদি একটি ঘর পায় তাহলে হয়ত পরিবারটির একটু মাথা গোঁজার মত ঠাঁই হবে। তাদের জন্য ঘরের ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু জানান, মটির ঘররে চারটি দেওয়াল ভেঙ্গে পড়ায়
ক্ষতিগ্রস্তরা ঘরের জন্য সাহায্য চেয়ে আবেদন করেছেন, সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছি, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি এবং খাদ্য সামগ্রী দিয়েছি। আবেদন গুলোর বিষয়ে অবগত হয়েছি এবং শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।