আমজাদ হোসেন, ঢাবি:
মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীর ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে অংশ নিয়ে ১৮৭১ স্থান অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘আই’ ইউনিটে তৃতীয় হয়েছেন। একই বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে ১৫৩তম হয়েছেন।
জাহাঙ্গীরের সাথে কথা বলে জানা যায়, সে দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। সে ঢাবিতে ভর্তি হওয়ার জন্য হৃদয়বানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
জাহাঙ্গীরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার হুড়াভায়া খাঁ গ্রামে। পরিবারে মা আছেন। দুই ভাই এক বোনের সংসার। বাবা রাহেদুল ইট ভাঙা শ্রমিক। এ পেশায় কাজ করেই সংসার চালান তিনি। তার পরিবারের পক্ষে তাকে ভর্তির টাকা দেওয়া একদমই সম্ভব নয়। তাই বাধ্য হয়ে হৃদয়বানদের কাছে সহযোগীতা কামনা করেছেন।
মেধাবী জাহাঙ্গীর মিয়ার সাথে যোগাযোগ ও সাহায্য পাঠাতে চাইলে
০১৭০৫৪৪৫১৮৮ (জাহাঙ্গীর)
০১৯৬৫১৩৯২৪০ (বাবা)
উক্ত নাম্বারগুলোতে পাওয়া যাবে।