ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

আপনার সাহায্যে বাঁচতে পারে একটি জীবন!!

প্রতিবেদক
admin
১৫ সেপ্টেম্বর ২০২১, ৬:৩০ অপরাহ্ণ

Link Copied!

——–
মিনিস্টার এন্ড মাইওয়ান ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে স্বল্প বেতনে চাকুরী করেন মোঃ মনিরুল ইসলাম।সংসারে আয়ের উৎস শুধুমাত্র তিনি। পরিবারের মধ্যে দুজন সন্তান সহধর্মিণী বৃদ্ধ মা,বাবা নিয়ে তিনি খুবই কষ্টকর অবস্থায় দিন অতিবাহিত করছেন।ছেলে দুজন মাদ্রাসায় পড়াশোনা করেন।তার সামান্য রোজগার দিয়ে সংসারের যাবতীয় খ‍রচ সহকারে তার ব‍্যায় বহুল চিকিৎসার খরচও তাকে একাই বহন করতে হচ্ছে।এ পর্যন্ত ধারদেনা ও সম্পদ বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ করেছেন এখন আর কোনো উপায় নেই তার চিকিৎসা করানো।এই মহামারী করোনা কালীন কঠিন সময়ে হঠাৎ করে মনিরুলের শরীরের মধ্যে দেখা দেয় কঠিন অসুখ প্রায় দেড় বছর আগে মনিরুল হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন।অসুস্থতা দেখা দিলে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে ডাক্তারের শরণাপন্ন হতে হয়।ডাক্তার বিভিন্ন টেষ্ট করে দেখেন তার গলব্লাডারে স্টোন ও হার্টে মারাত্মক সমস্যা।ডাক্তার বলেছেন কঠিন রোগ শরীরে নিয়ে মনিরুল অনেক দিন থেকে ভুগছেন।ডাক্তার দ্রুত তাকে চিকিৎসা ও অপারেশনের পরামর্শ দিয়েছেন ।কিন্তু তার সামান্য আয় দিয়ে এই কঠিন রোগের চিকিৎসা কিংবা অপারেশন করা তার কিংবা তার পরিবারের কারো পক্ষে সম্ভব নয়।

এই কঠিন সময়ে মনিরুল নিজেকে খুব‌ই অসহায় মনে করছেন। ডাক্তার বলেছেন তার অপারেশনের জন্য কম করে হলেও প্রায় (আট লক্ষ টাকা) প্রয়োজন। মনিরুল নিজের অসুস্থতা কাটিয়ে উঠতে সমাজের দানশীল ও বিত্তবান ব‍্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন।মনিরুল বলেন আমার এই কঠিন রোগের চিকিৎসা চালাতে গিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।আমিও আর ১০ জনের মতো সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই।

কঠিন অসুখের কথা ভাবতে ভাবতে মনিরুল আরো বেশি অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহন করা মনিরুলের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসা ও অপারেশন করতে পারলে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে মনিরুল আর্থিক সাহায্য চেয়েছেন।

আপনাদের সহযোগিতায় হয়তোবা মনিরুল ফিরে পেতে পারেন রোগ মুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা সবাই আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন এবং তার পাশে থাকুন।

নিজেকে আজ খুবই অসহায় ভাবছেন মনিরুল মনিরুল বারে বারে এক‌ই কথা করুণ ও কান্না কন্ঠে বলেন, এই সমাজে কিংবা এই দেশের মধ্যে এমন কোনও হৃদয়বান ব্যক্তি, কিংবা কোনও প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাহলে আমাকে আর্থিক সহায়তা করুন,আমি বাঁচতে চাই,আমি সুস্থ্য হতে চাই,সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমার এই মোবাইল নম্বরে বিকাশ (পারসোনাল)করতে পারেন:-

সাহায্য পাঠানোর ঠিকানা-
মো.মনিরুল ইসলাম
ব‍্যাংক হিসাব নং-123.151.159161 (ডাচবাংলা ব্যংক একাউন্ট)
মোবাইল : 01938964229
পারসোনাল বিকাশ: 01938964229

আরও পড়ুন

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ: টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কা স্থানীয়দের

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী