শেখ শোভন আহমেদ, শৈলকুপা,ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের ২৬ বছর পর আগামী ৬ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালের ডিসেম্বরে। সম্মেলন সামনে রেখে গত সোমবার জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগকে ৬ মার্চ সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়।
সম্মেলনের ঘোষণা আসায় বিভিন্ন পদে নতুন নেতৃত্বে পৌর আওয়ামী লীগ আরও সংগঠিত হবে বলে মনে করছে তৃণমূলের নেতা-কর্মীরা।
এদিকে ৬ মার্চকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে শৈলকুপা পৌর আওয়ামী লীগের নেতা-কর্মী আর সমর্থকেরা। ২৬ বছর পর সম্মেলনের সংবাদে নড়েচড়ে বসতে শুরু করেছে পৌর আওয়ামী লীগের নেতৃত্ব ও পদ প্রত্যাশীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৬ সালের ডিসেম্বরে হওয়া সম্মেলনে মেয়র কাজী আশরাফুল আজমকে সভাপতি, অ্যাডভোকেট কাজী নইমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি হয়। সেই কমিটি এখনো বহাল রয়েছে। তবে এই কমিটির ২৫ জনের বেশি সদস্য মারা গেছে।
সম্মেলন প্রসঙ্গে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজম বলেন, ‘আনুষ্ঠানিক কোনো চিঠি-পত্র পাইনি, ফলে এখনই বিস্তারিত জানাতে পারছি না।’
বর্তমানে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান ইকু শিকদার বলেন, ‘দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় দলটি এখানে সাংগঠনিক অবস্থায় দুর্বল রয়েছে। প্রত্যাশা করছি সম্মেলনের মাধ্যমে অভিজ্ঞ প্রবীণ আর তরুণ নেতাদের সমন্বয়ে নতুন পৌর কমিটি হবে।’