নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আমাদের মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিরা যখন জনগনকে উন্নয়নের রোল মডেলের গল্প শোনাতে ব্যস্ত, তখন নিন্মবিত্ত মায়েরা সুদের টাকা দিতে না পেরে সন্তান বিক্রি করে দিচ্ছে।
১৮ এপ্রিল সন্ধ্যায় আরাম বাগে এক ইফতার আয়োজনে উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রজ্জব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জোবায়ের মাতুব্বর, মো. আজাদ. মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে কালোকে কালো আর শাদাকে শাদা বলার রাজনীতি করে যাচ্ছে। অপরাধ-দারিদ্র-দুর্নীতি-খুন-গুম মুক্ত সমৃদ্ধ দেশ গড়ার জন্য নিরন্তর রাজপথে কাজ করে যাচ্ছে ছাত্র-যুব-জনতার মৌলিক অধিকার আদায়ের জন্য নিবেদিত থেকে এগিয়ে চলছে। আগ্রহী যে কোন নাগরিক নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিতে পারবেন ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে নাম-ঠিকানা-বয়স-জাতীয় পরিচয়পত্র নম্বর এসএমএস করে।