রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, “শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার”। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিদ্যুতের আলোতে পড়ার জন্য বিন্যামূল্যে বই দিয়েছে। কাজেই এ সরকার আমােদর বারবার দরকার।
আজ রবিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরের মুজিবশতবর্ষ মঞ্চে শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে আর্থিক প্রনোদনা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসার তৃতীয় শ্রেনির সেরা ২০ জন, চতুর্থ শ্রেনির সেরা ৫ জন, পঞ্চম শ্রেনির সেরা ২০ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির সেরা ২০ জন, সপ্তম শ্রেনির সেরা ২০ জন, অষ্টম শ্রেনির সেরা ১০ জন ও নবম শ্রেনির সেরা ২০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা ও মাধ্যমিক পর্যায়ে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জোড়া করে লোহার বেঞ্চ বিতরন করেন।