ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ মে ২০২২, ১১:১২ অপরাহ্ণ

Link Copied!

নৌকার বিদ্রোহী-বিরোধীদের নেতৃত্বে না আনার জোর দাবী তৃণমূলের

সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি , চট্টগ্রামঃ

আগামী জুনের মধ্যেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী ও নৌকার বিরোধিতাকারীদের দলের কোন পর্যায়ে নেতৃত্বে না আনতে জোর দাবী জানিয়েছেন তৃণমূলের নেতারা। এছাড়াও ব্যাক্তি-পরিবার আওয়ামী লীগার কিনা যাচাই-বাছাই করেই আগামীতে তৃণমূলের নেতৃত্বে আনার জন্যও জেলা সাংগঠনিক টিমের কাছে দাবী জানানো হয়। সভায় জুনের মধ্যেই ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার লক্ষে ইউনিয়ন ভিত্তিক ৯টি সাংগঠনিক টিমও ঘোষণা করা হয়।

আজ শনিবার (২১ মে) বিকেল ৩টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্টিত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুন্নাহার, উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার কামাল।
বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নিবাস দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পুটিবিলা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, আমিরাবাদ ইউনিয়ন আহবায়ক সিরাজুল ইসলাম, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ ও চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জহির উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যান্ত কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ। বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তারা দেশ-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলছে। আগামী সংসদ নির্বাচন মোকাবিলা করতে দলকে তৃণমূল পর্যাযে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনায় আজকের বিশেষ বর্ধিত সভা। আগামী জুনের মধ্যেই ওয়ার্ড-ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব তৈরী করতে হবে। ##

128 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ