মাসুদুর রহমান
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সম্প্রতি জোড়খালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছে হেলালুর রহমান ।
জানা যায়,উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সদস্য মিনহাজ উদ্দিন,সদস্য ও ইউপি চেয়ারম্যান সুজা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক আব্দুল বারেক সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকলের সম্মতি ক্রমে উপজেলা আওয়ামীলীগের সদস্য মিনহাজ উদ্দিন ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হিসেবে সুরুজ্জামানকে সভাপতি ও হেলালুর রহমানকে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করেন। পরবর্তীতে কমিটি স্থগিত করে ৫ নভেম্বর জালালকে সভাপতি ও হেলালুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয় । এদিকে সেই কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে এর পর থেকেই আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। চর গোলাবাড়ীতে উত্তেজনা বিরাজ করছে। তাই উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা কৃষকলীগের হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মীরা সহ স্থানীয় এলাকাবাসী।
এদিকে এলাকারবাসীর অনেকেই অভিযোগ করে বলেন,৫ তারিখে লক্ষাধিক টাকার বিনিময়ে এ কমিটি ঘোষনা করা হয়েছে। জালাল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরির অপরাধে তাকে জুতার মালা দিয়ে ঘুড়িয়েছে আমরা নেটে দেখেছিলাম। আমরা এ কমিটি চাই না।
এ বিষয়ে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মমিন বলেন,সম্মেলনে যে কমিটি ঘোষনা করা হয়েছিল সেটা আমি করিনি। আমাকে জানিয়েও কমিটি ঘোষনা করা হয়নি। তবে হেলালুর পদত্যাগ করেছে এটা শুনেছি। কাগজ এখনো আমি পায়নি।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য মিনহাজ উদ্দিন মাষ্টার বলেন,১৮ অক্টোবর সম্মেলনের সময় জরিপ বোর্ডে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক,ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগের নেতাদের সকলের সম্মতি দিয়ে আমাকে দিয়ে সভাপতি হিসেবে সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হেলালুর রহমানের নাম কমিটি ঘোষনা করিয়েছে। পরবর্তীতে শুনলাম ৫ নভেম্বরে কয়ডা বাজারে জালালকে সভাপতি ও হেলালুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। তবে শুনলাম হেলাল নাকি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছে। উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা কৃষকলীগ তারা সবাই এলাকা এসে দেখুক কার জনপ্রিয়তা কেমন। তবে এলাকার আওয়ামী পরিবারের সদস্যরা কষ্ট পেয়েছে। উপজেলা নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করছি।