নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু তনয়া ও প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজার এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
এর আগে সকালে প্রতিবাদ সভায় সভাপতিত্বের বক্তব্যে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, বাংলাদেশে সম্প্রতি শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক গোষ্ঠীর মদতদাতাদের ষড়যন্ত্র ও আস্ফালন শুরু হয়েছে। আমরা আওয়ামী লীগ রাজপথ থেকে এসেছি, রাজপথেই আছি ও থাকবো। আমাদের নেত্রীকে হত্যার হুমকি দেওয়ায় আমরা উপজেলা আওয়ামী লীগ এর তীব্র নিন্দা ও ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাচ্ছি এবং আন্দোলনের নামে আগুন সন্ত্রাস হলে আমরা এর প্রতিরোধ মূলক জবাব দেবো রাজপথে।
এছাড়াও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেত্রীকে হত্যার হুমকি দেওয়া ১৯৭৫ এর কালো অধ্যায়ের নগ্ন বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। আমরা সকল প্রকার অপশক্তির অপতৎপরতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং সকল প্রকার চক্রান্তকে রাজপথে থেকেই প্রতিহত করবো।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সম্মানিত সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ হামিদুর রহমান লালন, মোঃ হাশেম মিয়া, মোহাম্মদ শামীম খান, সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম মূসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল ও সভাপতি শেখ শহীদুল ইসলাম বিপ্লব, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম ও সদস্য ছানিয়ার হোসেন খান সহ ১২ টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতাকর্মীরা।