পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় গ্যাস,তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনমত মশাল মিছিল ও কর্মসূচি শুরু করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১ মার্চ) রাত আটটায় পেকুয়া বাজার থেকে চৌমুহনী এলাকায় ছাত্রদলের কয়েকশ নেতা কর্মীকে নিয়ে এই মশাল মিছিল শুরু করেন।
মশাল মিছিলে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম ফরহাদ হোসাইন,সদস্য সচিব মারুফুল ইসলাম,সিঃ যুগ্ন আহ্বায়ক এরশাদুল আলম, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ রাজু, যুগ্ম আহবায়ক সাঈদী রহমান,ছাত্রদল নেতা তামিম হোছাইন,বারবাকিয়া ইউনিয়ন সভাপতি রেজাউল করিম মানিক,সাধরণ সম্পাদক এবাদুর, টইটং ইউনিয়ন সম্পাদক মামুন,সাংগঠনিক সম্পাদক সাইদুল মোস্তাকিম বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক হিসেবে অভিহিত করে।
সদস্য সচিব মারুফুল ইসলাম বলেন, তাদের দাবি অনতিবিলম্বে গ্যাস,তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। এদেরকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।