নিজস্ব প্রতিবেদক :
সরকার পতনের এক দফা দাবি নিয়ে এতদিন মাঠে ছিল বিএনপি,জামায়াত সহ বিরোধী দল গুলো। সে দাবির প্রেক্ষিতে আজকে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।
আজ( বুধবার) দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে এ আন্দোলনের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আন্দোলনের অংশ হিসেবে নিজ দলের এবং অন্যান্য দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা দেওয়া বন্ধ করে দিন।
অসহযোগ আন্দোলনে শরীক হবার লক্ষ্যে দেশবাসীকে আহবান জানান,
১.আগামী ০৭জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন।
২.ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন।
০৩. সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ০৪.ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন।
প্রসঙ্গত,গত ২৮শে অক্টোবরের মহাসমাবেশের পর থেকে সারাদেশে হরতাল – অবরোধ কর্মসূচী পালন করে আসছে দলটি।