ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে রামু উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

জাবেদুল আনোয়ার 
স্টাফ রিপোর্টার, কক্সবাজার। 

কক্সবাজারের প্রতিটি উপজেলায় উপজেলা ভিত্তিক কর্মী সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসাবে রামু উপজেলা জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে শুরু হওয়া কর্মী সম্মেলন সন্ধ্যা পর্যন্ত চলে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। কর্মসূচী অনুযায়ী রামু উপজেলা আমীর জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাসান উদ্ভোধনী বক্তব্য পেশ করেন।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা মুহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, কক্সবাজার  জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন,কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা হাবিব উল্লাহ, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর ,শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সাবেক সভাপতি জনাব তৈয়ব উল্লাহ,শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সভাপতি মুক্তার আহমদ, জামায়াতের নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর জনাব মওলানা ওমর ফারুক প্রমুখ।

সম্মেলন সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আ.ন.ম হারুন।।

এদিকে দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন করতে পারায় এবং স্বাধীন দেশে নেতা কর্মীদের মন উৎপুল্ল । তাদের কয়েকজন নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে বলেন, আমাদের কলিজার টুকরো হাজারো ছেলেদের বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ ও পঙ্গুত্ব বরণ আর বেঁচে যাওয়া শিক্ষার্থীদের বলিষ্ট নেতৃত্বের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। যার ফলশ্রুতিতে আজকে স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে আমাদের বাকস্বাধীনতা অর্জন হয়েছে । আর এরই মাধ্যমে আজ জনসম্মুখে আমাদের দ্বীনের দাওয়াত সর্বস্তরের জনগণের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় মহান রবের দরবারে ২০২৪ ইং সালের ২য় মুক্তি যুদ্ধে নিহত সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি আর আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সকল বীর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বক্তারা বলেন, আমাদের আমিরে জামায়াতের ঘোষণা অনুযায়ী আমরা ১৫ বছর যে নির্যাতনের শিকার হয়েছি তার বদলা নেবনা। বরং আমাদের প্রিয় নবীর আদর্শ দিয়ে সব মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়ে তাদের বদলে দেব। এতে এ দেশ, জাতি সকলে দুনিয়া আখেরাতে চুড়ান্ত বিজয়ের দিকে পৌঁছে যাবে। এ জন্য সকল কর্মীদেরকে কোরান সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করে সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকে জেলার প্রায় সকল উপজেলায় ধারাবাহিকভাবে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে দেখা যায়।

544 Views

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ সহায়তা দিলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন