রবিউল হাসান,স্টাফ রিপোর্টারঃ
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ৯ম বংশধর নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা পেশাজীবীদের সাথে নতুন ধারার রাজনীতি তে যুক্ত হয়েছেন।
এভাবেই একে একে ভিড় জমছে গণ অধিকার পরিষদে।
তারুণ্যের নতুন ধারার রাজনীতির মাধ্যমে দেশীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উত্থান হলেও বর্তমানে ভিপি নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ,প্রবাসী অধিকার পরিষদ এব্ পেশাজীবী অধিকার পরিষদ নামে ৫টি স্বতন্ত্র সংগঠন গড়ে তুলেছেন।
বৃহত্তর রাজনৈতিক দল প্রতিষ্ঠার পূর্বেই এ সংগঠনগুলোকে সারা দেশে ছড়িয়ে দেয়া হয়েছে।
ইতিমধ্যে সারাদেশে ছাত্র অধিকার পরিষদের ১০১ টি জেলা,মহানগর ও বিশ্ববিদ্যালয় কমিটি গঠিত হয়েছে।এছাড়াও প্রায় প্রতিটি উপজেলা কমিটি,বিভিন্ন কলেজ কমিটি এমনকি বিভিন্ন জায়গায় ইউনিয়ন কমিটিও গঠিত হয়েছে।
অন্যদিকে দেশের ৬৪ জেলায় ৭৯টি যুব অধিকার পরিষদের ইউনিট রয়েছে।এবং পৃথিবীর ৫৮ টি দেশে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদের কার্যক্রম রয়েছে।
সম্প্রতি গঠিত হয়েছে পেশাজীবী অধিকার পরিষদ।
সেপ্টেম্বরের শেষেই রাজনৈতিক দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি আলোচিত এই ছাত্রনেতা নুরুল হক নুর।