আশরাফুর রহমান রাহাত/ জামালপুর প্রতিনিধঃ
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে নারকীয় গ্রেনেড হামলায় আইভি রহমান সহ সকল নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২১আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর পৌর আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আলহাজ্ব অ্যাড. আমান উল্লাহ আকাশ, আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় শোক দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ।
এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আন্জুমনোয়ারা বেগম হেনা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিক লীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন অর রশিদ সরকার স্বপন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা ২০০৪ সালের ২১আগস্টের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেবব্রত নাগ মধু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, উপ-প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য মন্জুরুল ইসলাম লানজু, নারায়ণ চন্দ্র পাল রানা, আলহাজ্ব শাহরিয়ার উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. রাসেদুল ইসলাম খোকন, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০০৪ সালের ২১আগস্টে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় শোক দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব জিএসএম মিজানুর রহমান।