ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন :

নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া বলেছেন, মানবরচিত কোনো মতবাদই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন।

রবিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত লিডারশিপ ট্রেনিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আহছানউল্লাহ আরও বলেন,
আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্ব, সততা ও যোগ্যতার। এসব সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা নূর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) প্রার্থী ডা. ফজলুল হক, চট্টগ্রাম-৮ (বোয়ালখানী-চান্দগাঁও) আসনের প্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের প্রার্থী ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের প্রার্থী এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি প্রার্থী শাহজাহান মঞ্জু, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর প্রমুখ।

17 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা