আশরাফুর রহমান রাহাত/ জামালপুর প্রতিনিধিঃ
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলনে পুলিশের গুলি এবং আওয়ামী লীগ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালীর আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি।
সোমবার দুপুরে শহরের সকাল বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এ শোক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকুলতলায় গিয়ে শেষ হয়।
পরে বকুলতলায় এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ।
বক্তারা আগামী দিনে নেতাকর্মীদের এই শোককে শক্তিতে রুপান্তির করে সকলকে শপথ নিয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
শোক র্যালীতে জেলা কৃষক দলের সাবেক প্রচার সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম, সাবেক ছাত্র নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা সংগ্রামী দলের সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, যুব নেতা জনি, টুটুল, সোহাগ, রবিন, রয়েল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।