গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসীল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে (০৪ ডিসেম্বর) সোমবার অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে দলীয় নেতাকর্মীরা।
গাজীপুর মহানগরীর বাসন থানার উদ্যোগে টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-টাংগাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়।
বাসন থানা জামায়াতের সেক্রেটারি জামননূরের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা তারেক,হাসান মেহরাব, ফারহান প্রমুখ। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার ১৬ কোটি জনগণের গণদাবী উপেক্ষা করে একতরফা নির্বাচনের পথে হাটছে যা কোনভাবেই এদেশের জনগণ মেনে নেবেনা। অবিলম্বে তফসিল বাতিল এবং কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে নেওয়ার আহবান জানান।