ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

গাইবান্ধায় বাম জোটের প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রতিবেদক
নিউজ এডিটর
১৬ আগস্ট ২০২২, ১১:২২ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জ্বালানী তেল, ইউরিয়া সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও
সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা। জোটের কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে গাইবান্ধায় এ কর্মসূচি পালিত হয়।মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ।

অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সভাপতি রেবতী বর্মণ প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের
কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রভাব পড়বে নি¤œ আয়ের মানুষের উপর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। সম্প্রতি সরকার ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি করেছে। ফলে কৃষক আজ দিশেহারা। তারা, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং গণবিরোধী-ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে
তোলার জন্য জনগণের প্রতি আহবান জানান। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকারের আমলে সর্বত্র লুটপাট হয়েছে। গাইবান্ধায়ও বিভিন্ন প্রকল্পে সীমাহীন লুটপাট হয়েছে।

এসবের বিরুদ্ধে কথা বলার কারণে বাম জোটের নেতাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী নেতা গোলাম ছাদেক লেবু, সিপিবি নেতা ছাদেকুল মাস্টারসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দীর্ঘ আট মাস হলেও সেই মামলার রহস্যজনক কারণে চার্জশীট দেয়া হচ্ছে না। এছাড়া কামারজানি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার কর্তৃক নদীভাঙ্গনের শিকার মানুষদের ক্ষতিপূরণ দেয়ার কথা বলে পনের হাজার করে টাকা নেয়ারও প্রতিবাদ জানান।

86 Views

আরও পড়ুন

মৌলভীবাজার শেরপুরে উন্নয়ন পরিষদের বৃক্ষচারা রোপন কর্মসূচির উদ্বোধন 

আদমদীঘিতে জানালার গ্রিলে বৃদ্ধের ঝু*ল*ন্ত লা*শ

আদমদীঘিতে গাঁজা ও এ্যাম্পুলসহ গ্রেফতার- ৩

দোয়ারাবাজারে গাঁজা ও ইয়াবাসহ তিনজন আটক

শেরপুরে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন