সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে
২৬ ডিসেম্বর (শনিবার) বিকেলে কলাউজান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন সম্পন্ন হয়।
কলাউজান ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা এস এম জাব্বার, গণী সম্রাট উপজেলা কৃষকলীগর সভাপতি আলী আহম্মদ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী ইসহাক, সাধারণ সম্পাদক শামশুল ইসলাম সাওদাগর, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মাহামুদুল হক চৌধুরী, তুষার কান্তি বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদ রকসী সিকদার,কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহামুদুল হক। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও কৃষকলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।