সদর প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে ২৫ আগস্ট সোমবার বিকেলে স্থানীয় কার্যালয়ে অনলাইন এক্টিভিস্ট সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীর সভাপতিত্বে সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আল আমীন মু. সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাও,মুস্তাক আহমদ,খুরুশকুল ইউনিয়ন সভাপতি মাও,জহিরুল ইসলাম,ভারুয়াখালী ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, কর্মপরিষদ সদস্য মাও,আব্দুস সালাম ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে অনলাইন এক্টিভিস্টরা অংশগ্রহণ করেন।