নিউজ ডেস্ক :
আড়ং ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বয়কটের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (২২ জানুয়ারি) সংগঠনটির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ মেম্বার, আলহাজ সুলতান আহমদ খান, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি হাজী শাহীন আহমাদ এ আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা বৈধতার চক্রান্ত রুখে দিতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমেরিকার সমকামিতার এজেন্সি নিয়ে এ দেশে পশু বানানোর চক্রান্ত করছে। শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ঈমান আমলের হেফাজতের স্বার্থে সকলকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। তারা ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আড়ং, বিকাশ বয়কট আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, এই শিক্ষা ব্যবস্থার বড় অসারতা হলো- শিক্ষার্থীদের ডিভাইস-মুখী করা, নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দেওয়া, পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়া, ৯ম শ্রেণিতে বিভাগ উঠিয়ে দেওয়া, নাচ-গানকে প্রমোট করা, কৌশলে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা।