মাদারীপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর ২০২৩ বিকাল ৩.টা ভাষণ দেন ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন,নৌকাই এদেশের উন্নয়নের হাতিয়ার।
তিনি এ সময় আরও বলেন,এদেশ আমরা রক্তদিয়ে স্বাধীন করেছি,এদেশের স্বাধীনতার পতাকা পতপত করে উড়বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সাতই জানুয়ারি সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করছি।
এসময় তিনি মাদারীপুরের তিনটি আসনের নৌকা মার্কা মনোনীত প্রার্থীদের জনগনের সাথে পরিচয় করিয়ে দেন।
আজ শনিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন। উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র আগমনের কথা শুনে সকালেই জনসভা স্থলটি জনসমুদ্রে পরিনত হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর-২ আসনের মনোনীত প্রার্থী শাজাহান খান,সাবেক এমপি কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকা মনোনীত প্রার্থী কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, জাতীয় সংসদের চিপহুইপ মাদারীপুর-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী নুর এ আলম চৌধুরী লিটন, কেন্দ্রীয় আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাদারীপুর-৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি,জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ বশার,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,কালকিনি পৌরমেয়র এসএম হানিফ,কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন,পৌরসভা আ.লীগের সাবেক সভাপতি আবুল বাশার সহ স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ।
উক্ত জনসভা সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ সহ সভাপতি কালকিনি উপজেলা আ. লীগ। সঞ্চালনা করেন জেলা আ.লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।