ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

২২ অক্টোবর ‘বামডো’ এর সূধী সমাবেশ

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৯ অক্টোবর ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এদেশে বসবাসরত ক্ষুদ্র জনগোষ্ঠী একমাত্র মুসলিম মণিপুরি মুসলমান সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ” বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বামডো)” এর উদ্যোগে এক সূধী সমাবেশে আয়োজন করা হয়েছে।

বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলা কমলগঞ্জে আদমপুরের ঐতিহ্যবাহী তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আগামী ২২ অক্টোবর (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় সাম্প্রতিককালে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট ও আকাশ সংস্কৃতির প্রভাবে মণিপুরি মুসলিম সমাজে সামাজিক আচার অনুষ্ঠান ও দৈনন্দিন জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ্যে সূধী সমাবেশের আয়োজন করা হয়৷

উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন জানিয়েছেন সুনামগঞ্জের মাননীয় সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন৷ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব বিসিএস (পররাষ্ট্র) জনাব রাবেয়া বেগম৷

বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বামডো) এর সভাপতি মোহাম্মদ নূর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বামডো’র উপদেষ্টা ও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি সভাপতি জনাব অ্যাড. এ এস এম আজাদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল(অব:)সালেহ আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব বিলকিস বেগম, সাবেক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আলহাজ্ব ডাঃ মোঃ কাইয়ুম উদ্দিন।

এছাড়াও সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব হাজী মোঃ আব্দুস সামাদ, বামডো’র অভ্যন্তরীন নিরীক্ষা কমিটি আহ্বায়ক অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, বামডো’র সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ চৌধুরী, বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আইনুর উদ্দিন,বামডো’র সাবেক সাধারণ সম্পাদক, জনাব মোঃ খুরসেদ আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ লিয়াকত আলী কর্তৃক অত্র সংস্থায় দানকৃত ০৮(আট) শতক ভূমির দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বামডো) ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি আমাদের সমাজের আচার অনুষ্ঠান, শিক্ষা- সংস্কৃতি, সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখতে অদ্যাবধি কাজ করে আসছে।

আরও পড়ুন

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়

কারিগরি ত্রুটিতে বন্ধ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কাপাসিয়ায় আলোচিত মাদক কারবারি জুয়েলের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ, গ্রেফতার -১

মেডিকেল শিক্ষা ও সেবার মানোন্নয়নে সমন্বিত কাজ জরুরি: ঢাবি ভিসি

পহরচাঁদা বিটে বনভূমি দখলমুক্ত অভিযান ১ একর সরকারি জমি উদ্ধার, অবৈধ নির্মাণ উচ্ছেদ

জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ :

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

চকরিয়ায় ২১ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ: টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কা স্থানীয়দের

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন