স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শিক্ষানবীশ আইনজীবি মোঃ আবু সঈদ এর বড়বোন, দক্ষিণ বাগবাড়ি (লেবারপাড়া) নিবাসী আব্দুস সালাম এর সহধর্মিণী মোছাঃ রহিমা আক্তার আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত ১০ ঘটিকায় ছাতক উপজেলার পৌরসভাধীন দক্ষিণ বাগবাড়ি (লেবারপাড়া) তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ বাগবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাহার নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন গোরস্হানে দাফন করা হয়। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন,ভাই-বোন ও গুনগাহী রাখিয়া যান। মরহুমা রহিমা আক্তার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম কুরবান আলী মাস্টার ও মরহুম শামছুন নাহার চৌধুরীর ঔরসজাত জ্যৈষ্ঠ মেয়ে।
ব্যক্তিগত জীবনে তিনি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে টেলেন্টপুল বৃত্তি পেয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৮৯ সালে জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয় হইতে এসএসসি পাশ করেন। পরবর্তীতে ও ১৯৯১ সালে সুনামগঞ্জ মহিলা কলেজ হইতে এইচ এস সি এবং সুনামগঞ্জ সরকারি কলেজ হইতে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। ১৯৯৫ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। রহিমা আক্তারের মৃত্যুতে ভাই- বোন ও আত্মীয়-স্বজন সবাই শোকাহত। মহান আল্লাহপাক তাহাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।