মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকালে টঙ্গীর মন্ডল মার্কেট এলাকায় ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আনিসুর রহমান শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম বিএনপি’র সদস্য সচিব (সাবেক ভিপি) আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিল জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শেখ মুহাম্মদ ইব্রাহীম, ৫১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাত্তার মিয়াসহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান আলোচক আসাদুজ্জামান নূর বলেন,
এদেশে মাটিতে আর যেন আওয়ামীলীগ প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে। এবং বেগম খালেদা জিয়া ও এলাকার মরহুম বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় প্রধান অতিথি প্রভাষক বশির উদ্দিন আহমেদ বলেন,তারেক রহমান বিএনপি’র কঠিন বার্তা ঢাকা বিভাগীয় টিমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের বিএনপি’র কোনো নেতাকর্মী সন্ত্রাসী, দখল বাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।