প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল বিকাল ৩ ঘটিকায় চকবাজারস্থ দলীয় কার্য্যলয়ে নগর জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা নগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর জাপার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলাইমান আলম শেঠ, বিশেষ অতিথি ছিলেন নগর জাপার সহ সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, মোহাম্মদ আলী।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিঃএরশাদুল হক সিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আতাই রাব্বী তানভীর।
প্রধান অতিথি বলেন- চট্টগ্রাম মহানগর ছাত্র সমাজের কমিটিতে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি করার জন্য কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ। আগামীতে ছাত্র সমাজ কে শক্তিশালী করতে তোমারাই মহানগরের প্রতিটি কলেজ ওয়ার্ডে কমিটি করে ছাত্র সমাজ কে এগিয়ে নিয়ে যাবে। দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই বল্লেই চলে, তাই সবাইকে মুক্ত চিন্তা করার অনুরোধ রইল। পরিশেষে আগামী কেন্দ্রীয় ছাত্র সমাজের সম্মেলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন
জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি হাসান উদ্দিন আজিজি, জিয়াউর রহমান মুকুল, মোঃ আজম গণি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, আক্কাস উদ্দিন আকাশ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদ আলম, দফতর সম্পাদক তারিকুল ইসলাম ইমন, প্রচার সম্পাদক আরাফাত আলম কচি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়াজি, সমাজ কল্যাণ সম্পাদক মারুফুল আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম অনিক, তথ্য ও গবেষণা সম্পাদক তামজিদ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খুরশিদ আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান।