নিজেস্ব প্রতিনিধি :
গাজীপুরের বড় বাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে জার্নালিস্ট হাজী হাজী আব্দুস সোবাহান সরকার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হলো নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার মতবিনিময় সভা, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মিত্র থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী রাসেদ, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থাটির নাম অত্যন্ত সুন্দর, এটি একটি অদারনৈতিক সংস্থা বা সংগঠন, সংস্থাটির সদস্যদের মুখ থেকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান ভবিষ্যৎ কর্মসূচি আমার ভালো লেগেছে, এছাড়াও সংগঠনটির স্লোগান রয়েছে অন্যায়ের সঙ্গে আপোষ নয় আর্ত মানবাধিকার সেবায় নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা, সংস্থাটির উদ্দেশ্য মহৎ, দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করা, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে সহায়তার হাত বাড়ানো এবং আইনি সেবা দেয়া, এজাতীয় সকল কাজে গাছা থানা পুলিশ আপনাদের পাশে থাকবে, আপনাদের জনসচেতনামূল কার্যক্রমে মাধ্যমে সমাজে অন্যায় অপরাধ কমে আসবে আমি আশা করি, সভায় সভাপতিত্ব করেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার আহ্বায়ক প্রদীপ দেবনাথ, গাজী মামুনের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে, সভাপতির বক্তব্যে প্রদীপ দেবনাথ বলেন, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থায় আমরা সারা দেশ থেকেই সদস্য নিচ্ছি, এই সংস্থায় আপনারা সংস্থার ভর্তির ফরম সম্পন্ন করে সংস্থার সদস্য হতে পারবেন, সেক্ষেত্রের প্রয়োজন হবে, সংস্থার ভর্তি ফি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, আলোচনা সভায় আহ্বায়ক হিসেবে প্রদীপ দেবনাথ এবং গাজী মামুনকে সদস্য সচিব রেখে আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়,
এসময় আরো উপস্থিত ছিলেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্য, হালিম মাস্টার, রাজু আহমেদ শাহিন, এস এম তাহমিনা, আলমগীর শেখ, শামসুদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ সাইফুল আজম খান মিল্টন, মাহবুব আলম জুয়েল, মোঃ জাহিদ হাসান, মোঃ আমিরুল সরকার, মোঃ মিলন শিকদার, মোঃ মিনহাজ উদ্দিন সহ প্রমুখ।