স্মৃতির রোমন্থন
– শোভন ঘোষ
কি রেখে গেলেন, কি থুঁয়ে গেলেন
গেলেন বড়ি বড়ি, নিষ্পাপের সময় কি তা লাগবে ভরি ভরি
কাননে যে আনাচ লাগিয়াছেন তা নেবেন কি সাথে
যাবেন কি আবার উম্রবাগানে খেলবেন নাকি
এক্কাদোক্কা ছেলেবেলার বেশে?
তাহলে চিন্তা কিসের, কেন নির্বাবনাহীন রাত কাটিয়াছেন
গোধূলি লগ্নে
ওরে রাজপঙ্খী বলে উড়বো বলে আসিয়াছি
এই নরকে, ভাঙিয়াছি গড়িয়াছি দিন-বিশ্বাস-চেতনা বলে
তাই বলে কি বৃথা গিয়েছে আর্ভিভাব রসাতলে!!
বিশ্বাস – যা ভাঙিয়াছেন, তার পর মাথায় আজ কি
ভুলিতে পারবেন এই অবেলায়?
হায়রে লগি – কয় কিরে দম্ভ যেন এহনেই
কাটে নাই, তবে কি তা উষার আসার লগ্নে?
কি দিলেন, কি নিলেন, কিছু কি পরপারে?
আসিয়াছি দুজন খালি পায়ে, যাচ্ছি একই নৌকার ভিড়ে
তবু এতো দম্ভ কিসে!!!
রাখিয়াছি মেহনত, রাখিয়াছি মাংসের ফসল
বিস্তৃত করিয়াছি অঢেল, করিয়াছি নাম অপরাপর
তবু কিছু কি শিখিয়াছেন এই রাজবাড়ীতে?
তো প্রভু, দেখেছো কি কত নুড়ি-পাথর কাদিয়াছি আমার জন্যে
না থাকলে আসে কেমন করে?
তাহলে তা তোমার ভ্রম, তবে
তুমি যাকে আমি বলি, সে
কাদিয়াছি স্মৃতির জন্যে, হা হা হা
আষাঢ়ে মেঘ লাগিয়া সূর্যের কান্না কয়জন
অনুমান করতে পারে তা দেখিয়া…
তবে এখন কিসের মিছা কান্না!!
প্রভু, এ নহে মিছা কান্না, হেও করিয়াছি
যৌবনের মাতৃভালোবাসা, রাখিয়া আসিয়াছি
গাছের পাতা শিকড় ছাড়া!!
আহরে, লইলো, চলো যেখানে ইচ্ছা
আর নাহি পৃথিবী ভরসা
নিয়ো না এখন নিজের আশায়
ঠেলিয়া দাও সবকিছু বিধাতার হেলায়…..