ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘যুব সম্মেলন ২০২৫’। শুক্রবার গাজীপুর টঙ্গীতে অবস্থিত শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল যুবকদের নৈতিক ও আত্মিক উন্নয়ন, চারিত্রিক গঠন, নেতৃত্ব বিকাশ এবং ইসলামী আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, “আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। আত্মশুদ্ধি, আদর্শচেতনা ও নেতৃত্বগুণে বলীয়ান হয়ে আজকের তরুণদের এগিয়ে আসতে হবে।”

গাজীপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সচিব জনাব শাহ আলম বক্সি, গাজীপুর-২ আসনের প্রার্থী জনাব হোসেন আলী এবং গাজীপুর-৫ আসনের প্রার্থী জনাব খাইরুল হাসান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক মো. জামাল উদ্দিন। তিনি বলেন, “নৈতিক অবক্ষয়ের এ সময়ে যুবকদের আত্মিক চর্চা ও ইসলামী আদর্শে বলীয়ান হওয়াই সময়ের দাবি। সংগঠনের প্রতিটি কর্মীকে সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান এবং জনপ্রিয় লেখক ও ‘মোরা বড় হতে চাই’ গ্রন্থের লেখক ড. আহসান হাবীব ইমরোজ এবং গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর ক্রিড়া সম্পাদক নেয়ামতুল্লাহ শাকের।

সম্মেলনে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার যুব বিভাগের দায়িত্বশীল, সভাপতি, সেক্রেটারি, বায়তুল মাল সম্পাদক এবং সুশৃঙ্খল কর্মীবৃন্দ অংশ নেন।

আয়োজকেরা জানান, এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের আদর্শিক ও নেতৃত্বদানে সক্ষম যুব শক্তি গড়ে তোলাই তাদের প্রধান উদ্দেশ্য।

134 Views

আরও পড়ুন

নাকুগাঁও সীমান্তে শিশুসহ ২১রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

জামাতে ২০০ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে শাহিন মিয়া নামে এক যুবক আটক,বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর প্রথম ভর্তি পরীক্ষা আগামী ২২-২৩শে আগস্ট!

শেখ হাসিনা আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে ——–সুনামগঞ্জে নাহিদ ইসলাম

আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী আনু সালাম গ্রেফতার

মধ্যনগরে ভারতীয় থান কাপড়সহ কোটি টাকার মালামাল আটক

কক্সবাজারে র‍্যাবের হাতে ভূয়া সাংবাদিক আটক

রায়পুর পৌরসভা কার্যালয়ের ফেসবুক পেজে এখনও রয়েছে দলীয় সাবেক মেয়রের ভিডিও, প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে!

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালানসহ মাদক কারবারি আটক

নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে বাস আটক করল ইডেন কলেজ শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত