নিজেস্ব প্রতিবেদক:
সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘ইকতারেন’-এর উদ্যোগে মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রায়পুরের কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকতারেন-এর সহসভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস. এম. সালাউদ্দিন রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র, বিশিষ্ট সমাজসেবক আলী হায়দার পাটওয়ারী ও বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক রাকিব হোসেন।
এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে। ইকতারেন-এর এ উদ্যোগকে অন্যান্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করে তারা নিয়মিত এ ধরনের বৃত্তি প্রদানের আহ্বান জানান।